Header Ads

Header ADS

কিভাবে বিলুপ্তি ঘটতে পারে মানব সভ্যতার?

আমরা সবাই জীবনে হয়তো কখনো না কখনো এই বিষয়ে ভেবেছি যে, কীভাবে ভবিষ্যতে বিলুপ্তি ঘটবে আমাদের এ মানবসভ্যতার? মানবসভ্যতার পদচিহ্ন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয়। সমগ্র পৃথিবী, পরিবেশ এবং জীবজগতের উপর যান্ত্রিক এক রাজত্ব তৈরি করে রেখেছে মানুষ- জীবন যাপনের জন্য। তাই মানবজগত কীভাবে বিলুপ্ত হতে পারে- এই ব্যাপারে সবারই কৌতুহল রয়েছে। চলুন, আজকে জেনে নেওয়া যাক, কি কি কারণে বিলুপ্তি ঘটতে পারে মানব সভ্যতার, সাথে জেনে নেওয়া যাক মানবসভ্যতা বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আসলে ঠিক কতটুকু।
১. Nuclear War (পারমাণবিক যুদ্ধ )
একটি সর্বাত্মক আর বিশ্বব্যাপী পারমাণবিক যুদ্ধ (All-Out Nuclear War) সূচনা করতে পারে ক্ষতিকর এক পারমাণবিক শীতকালের। এর ফলে ধ্বংস হয়ে যেতে পারে বাতাসের উপকারী ওজোন স্তর এবং পাশাপাশি, তার জন্য বিশ্বের খাদ্য উৎপাদন থাকবে ঝুঁকির মধ্যে। এমনকি চারিদিক ছেয়ে যেতে পারে ব্যাপক অনাহার আর দূর্ভিক্ষ তে। সর্বত্র পারমাণবিক যুদ্ধ আর তার পরিবেশগত ফলাফলে ব্যাপক মানুষের মৃত্যু- এমনকি আধুনিক সভ্যতার বিলুপ্তিও ঘটতে পারে। গবেষকদের ধারণা, ভবিষ্যতে কখনো এমন হওয়ার সম্ভাবনা শতকরা ০.০০৫ ভাগ।

২. Invasion of Artificial Intelligence
( কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা আক্রমণ )
ক্রমাগত বিকাশের ফলে ভবিষ্যতে অত্যাধিক উন্নত প্রযুক্তি এবং বুদ্ধিবৃত্তিক মেশিন আর রোবটগুলোকে নিয়ন্ত্রণ করা মানুষের দ্বারা কঠিন হতে পারে। আর হয়তো দেখা যাবে, রোবটগুলো আর মেশিনগুলো নিজেরাই নিজেদের বুদ্ধিমত্তা বাড়ানোর জন্য কাজ করা শুরু করবে এবং তার জন্য শুরু করবে সম্পদ আহরণ আর সঞ্চয় করা। সবসময়ই চাইবে মানুষ থেকে স্বাধীন হতে এবং শুরু করবে লড়াই এক কঠিন লড়াই। এই লড়াইয়ে হয়ত রক্ত মাংসে গড়া মানবজাতি হেরে যাবে নিজেদের হাতে তৈরি মেশিনদের কাছেই। এ ধারনাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন
"Odds of whipping civilization " এবং ভবিষ্যতে কোনো সময় এমনটি হওয়ার সম্ভাবনা শতকতা ০-১০ ভাগ।

৩. Synthetic Biology (সিন্থেটিক বায়োলজি) বর্তমান সময়ে সিন্থেটিক বায়োলজি-কে কাজে লাগিয়ে অবৈধভাবে তৈরি করা হচ্ছে অতি ক্ষতিকারক " Bio weapons"। Bio Weapon হলো যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহৃত একধরণের ক্ষতিকারক জৈবিক মাধ্যম- প্যাথোজেন, যা হতে পারে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা অন্যকোনো অণুজীব। যেমন, ধরুন কোনো একটি নির্দিষ্ট জাতিকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে তাদের শত্রুপক্ষ তৈরি করলো বেশ ভয়ানক এক প্যাথোজেন। এই একটি প্যাথোজেন সে পুরো জাতিকে নিশ্চিহ্ন করে দিতে পারে। আর এটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লে তখন হয়তো মানবসভ্যতার ধ্বংস অবধারিত হয়ে যেতে পারে। ধারনা করা হয়, ভবিষ্যতের যুদ্ধ গুলোতে ব্যবহার হতে পারে এইসব জৈব অস্ত্র এবং সে যুদ্ধকে বলা হবে " Bio Warfare " এবং এমনটি হওয়ার সম্ভাবনা শতকরা ০.০১ ভাগ।

৪. Huge Asteroid Collision
( বড় গ্রহাণুর পৃথিবীর ভূমিতে সংঘর্ষ ) 
আমরা জানি যে, ডাইনাসোর যুগের বিলুপ্তির কারণ ছিল বিশাল এক গ্রহাণুর পৃথিবীপৃষ্ঠে সংঘর্ষ, এবং এটি পুনরায় ঘটবেনা এমনটা কিন্তু বলা যায় না! বলা হয়, ভবিষ্যতে পৃথিবীর সাথে গ্রহাণুর সংঘর্ষ আবারও ঘটবে। কিন্তু স্বস্তির বিষয় এই যে, এমনটি প্রায় ২০ মিলিয়ন বছরে একবার ঘটে। আর এমন ঘটনায় মানবসভ্যতার বিলুপ্তি হওয়ার সম্ভাবনা শতকরা ০.০০০১৩ ভাগ।

কীভাবে পৃথিবী থেকে মানবসভ্যতার বিলুপ্তি ঘটতে পারে বলে আপনি মনে করেন?

No comments

Featured Post

The Future Space Tourism - 2050

 In the next three decades, human beings will enter the realm of space like never before. This is partly due to the way that public interest...

Popular Post

Powered by Blogger.