মানুষের মতো অন্য প্রানীদের ও কি রক্তের গ্রুপ হয়?
আমাদের রক্তের যেমন গ্রুপ আছে, অন্য প্রাণীরও কি এমন রক্তের গ্রুপ আছে?
উত্তর হলো- হ্যাঁ, আছে। যেসব প্রাণীর রক্ত আছে, সেসব প্রাণীরই একটা নির্দিষ্ট রক্তের গ্রুপ আছে, তবে তা মানুষের তুলনায় একটু ভিন্ন। কেমন ভিন্ন একটু জানার চেষ্টা করি তাহলে!
মানুষের রক্তের গ্রুপ তিনটি ভিন্ন অ্যান্টিজেনের উপর ভিত্তি করে: A, B, এবং O। আমাদের সম্ভাব্য রক্তের গ্রুপগুলো হল A, B, AB এবং O, এর প্রত্যেকটি Rh পজিটিভ বা নেগেটিভ হতে পারে। টাইপ O নেগেটিভ রক্ত সাধারণত যে কোন ব্যাক্তি গ্রহণ করতে পারে এবং টাইপ AB পজিটিভ অন্য যেকোন প্রকার গ্রহণ করতে পারে। এইটুকু তো সবারই জানা। তবে প্রাণীদের বেলায় ব্যাপারটা একটু না, অনেকখানিই ভিন্ন। যেমনঃ
কুকুরের আটটিরও বেশি আলাদা অ্যান্টিজেন রয়েছে এবং তাদের বেশিরভাগই ডগ এরিথ্রোসাইট অ্যান্টিজেন (DEA 1.1, 1.2, 3, 4, 5, 6 এবং 7) এভাবেই লেবেলযুক্ত। তবে কুকুরের একটি নির্দিষ্ট প্রজাতির প্রায় সবারই একই রক্তের গ্রুপ থাকে - উদাহরণস্বরূপ,৬০ শতাংশ গ্রেহাউন্ড প্রজাতিটির রক্তের টাইপ ডিইএ 1.1 নেগেটিভ। DEA 1.1 নেগেটিভ কুকুরের জন্য সর্বজনীন দাতা এবং DEA 1.1পজিটিভ সার্বজনীন গ্রহীতা হিসেবে কাজ করে।
অন্যদিকে, বিড়ালের কেবলমাত্র দুটি সম্ভাব্য অ্যান্টিজেন রয়েছে - A এবং B, যদিও তারা মানুষের রক্তে পাওয়া A এবং B অ্যান্টিজেনের মতো না। বিড়ালের রক্তের গ্রুপে কোন সার্বজনীন দাতা বা গ্রহীতা, এমন কোন রক্তের গ্রুপ নেই। কিন্তু গৃহপালিত বিড়ালদের প্রায় ৯০% রক্তের গ্রুপ টাইপ A রক্ত, বহিরাগত বিশুদ্ধ জাত বিড়ালের প্রায়শই রক্তের গ্রুপ টাইপ B টাইপ হয়। AB ও হতে পারে, তবে খুব বিরল।
কুকুরের মতো, ঘোড়ার রক্তের ৮টি ভিন্ন অ্যান্টিজেন আছে, যেমন A, C, D, K, P, Q এবং U আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যেখানে T নিয়ে এখনও গবেষণা চলছে। এদের সংমিশ্রণে ঘোড়ার রক্তের ৩০টি ভিন্ন গ্রুপ রয়েছে। গরুদের রক্তের গ্রুপের অবস্থা আরও জটিল। এদের ১১টি প্রধান রক্তের গ্রুপ রয়েছে (A, B, C, F, J, L, M, R, S, T এবং Z) এবং এই একটা B গ্রুপেই রয়েছে ৬০টিরও বেশি বিভিন্ন অ্যান্টিজেন।
এখন, আপনার পোষা বিড়ালের রক্তের টাইপ A আপনারও A। তার যদি কোন কারণে রক্তের প্রয়োজন হয় তাহলে কি আপনি তাকে রক্ত দিতে পারবেন? বা আপনার রক্তের প্রয়োজন হলে কি কুকুর বা বিড়াল থেকে রক্ত নিতে পারবেন? উত্তর হলো না, পারবেন না কারণ ভিন্ন ভিন্ন প্রজাতির রক্তের টাইপ ভিন্ন। সমস্ত রক্ত এক নয়, এবং প্রজাতির মধ্যে অনেক পার্থক্য রয়েছে।তবে এক কুকুর প্রয়োজনে অন্য কুকুরকে রক্ত দিতে পারবে। জেনে অবাক হবেন- প্রথম সফল রেকর্ডকৃত রক্তদান মানুষ থেকে মানুষ নয়, বরং কুকুর থেকে কুকুরে ছিল। ১৬৬৫ সালে দুটি কুকুরের মধ্যে প্রথম সফল রক্ত সঞ্চালনটি রিচার্ড লোয়ার দ্বারা সঞ্চালিত হয়েছিল।
প্রতি তিনটি কুকুরের মধ্যে একটি কুকুরের রক্তদানের ক্ষমতা থাকে। মানুষের মতো কুকুরেরও কিছু যোগ্যতা থাকতে হয় রক্তদানে জন্য। যেমনঃ
১.সুস্থ হতে হবে।
২.ওজন কমপক্ষে ২৫ কেজি হতে হবে।
৩.বয়স ১-৮ বছরের মধ্যে হতে হবে।
৪. এর আগে রক্ত সঞ্চালন করা হয়নি এমন হতে হবে।
৫ রোগমুক্ত হতে হবে।
৬. রক্তদান করার জন্য ৫-১০ মিনিটের জন্য শান্তভাবে শুয়ে থাকতে সক্ষম এমন হতে হবে ইত্যাদি।
কুকুর প্রতি আট সপ্তাহে রক্ত দিতে সক্ষম। তেমনি বিড়ালও অন্য বিড়ালকে রক্ত দিয়ে জীবন বাঁচাতে পারে। যদিও আমাদের দেশে মানুষ ছাড়া অন্য প্রাণীদের মধ্যে রক্তদান ব্যাপারটা খুব বেশি পরিচিত নাহ, তবে আমাদের দেশের ভেটেরিয়ানদেরও হয়তো "একটা কুকুর অন্য কুকুরকে রক্ত দিয়ে জীবন বাঁচাচ্ছে" এমন সুন্দর দৃশ্য দেখার সৌভাগ্য হয়েছে।
No comments