Header Ads

Header ADS

গর্ভাবস্থা চলমান থাকা অবস্থাতেই কী আবার গর্ভবতী হওয়া সম্ভব?

প্রশ্নটা শুনতে যতই অদ্ভুত মনে হক না কেন আসলেই কিন্তু আমাদের ভাবতে বাধ্য করে। চলুন তাহলে জেনে আসা যাক! 
টেক্সাসে একজন মহিলা গর্ভবতী থাকা অবস্থায় দ্বিতীয়বার গর্ভবতী হন! ৩০ বছর বয়সী কারা উইনহোল্ড মার্চ ২০২১ এ গর্ভবতী হন, আল্ট্রাসাউন্ড রিপোর্টে তখন তার জরায়ুতে একটি ভ্রূন বেড়ে ওঠার রিপোর্ট পাওয়া যায়। উইনহোল্ডের এর আগে গর্ভপাতের ঘটনা ঘটেছে বিধায় ডক্টর দুই সপ্তাহ পর চেক-আপ এর পরামর্শ দিলেন। এবং এর পরের ফলো-আপ এ তারা দেখতে পান, একটি নয়, বরং দুটি ভ্রূন বেড়ে উঠছে। এই যে গর্ভবতী থাকা অবস্থায় আবার নতুন ভ্রূন তৈরি হওয়া- এটাকে কী বলে?

সুপারফেটেশনঃ

যখন প্রাথমিক গর্ভাবস্থায় দ্বিতীয়/নতুন গর্ভধারণ হয় তখন তাকে সুপারফেটেশন বলে। গর্ভাবস্থায় আরেকটি ডিম্বাণু শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় এবং প্রথমটির চেয়ে কয়েক দিন বা সপ্তাহ পরে গর্ভে আসে। অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে সুপারফেটেশন নরমাল ব্যাপার হলেও মানুষের ক্ষেত্রে তা বিরল। এতটাই বিরল যে এখন পর্যন্ত ১০ টা (মতান্তরে ১৪) কেস রিপোর্ট হয়েছে। আর তার মধ্যে বেশিরভাগ মহিলাই IVF ট্রিটমেন্ট এর মধ্যে ছিলেন। 

সুপারফেটেশন কিভাবে ঘটে?

একজন মহিলা গর্ভবতী হয় যখন একটি ডিম্বাণু শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়। নিষিক্ত ডিম্বাণু তারপর মহিলার জরায়ুতে যায়। সুপারফেটেশনে আরেকটি সম্পূর্ণ ভিন্ন ডিম্বাণু নিষিক্ত হয়ে জরায়ুতে আগের ভ্রূনের সাথে থাকে।

১.গর্ভাবস্থায় অভ্যুলেশনঃ অভ্যুলেশন বলেতে ডিম্বাশয় থেকে ম্যাচিউর ডিম্বাণুর নিঃসরণকে বোঝানো হয়। সাধারণত গর্ভাবস্থায় বিভিন্ন হরমনের প্রভাবে ডিম্বাণু উৎপাদন বন্ধ থাকে। একারনে খুব রেয়ার কেসে গর্ভাবস্থায় অভ্যুলেশন হয়।  

2. এক্ষেত্রে দ্বিতীয় ডিম্বাণুটি শুক্রাণু দ্বারা নিষিক্ত হতে হবে। কিন্তু একজন নারী গর্ভবতী অবস্থায়, কিছু হরমোন দ্বারা তার জরায়ুমুখে মিউকাস প্লাগ তৈরি হয়। এই মিউকাস প্লাগ জরায়ুতে পুনরায় শুক্রাণুর প্রবেশ করাকে বাধা দেয়। 

3. নিষিক্ত ডিম্বাণুটি উক্ত নারীর গর্ভে স্থাপিত হতে হবে। কিন্তু যেহেতু তিনি ইতোপূর্বেই গর্ভবতী, এজন্য নতুন করে নিষিক্ত ডিম্বাণু গর্ভে ইমপ্লান্টেশন হওয়া স্বাভাবিকভাবে সম্ভব না। কারণ এজন্য কিছু নির্দিষ্ট হরমোন প্রয়োজন যা একজন মহিলা পূর্বেই গর্ভবতী হলে নিঃসৃত হয় না। তাছাড়া গর্ভে আরেকটি ভ্রূণের বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত জায়গা থাকা প্রয়োজন।

এই তিনটি একবারে সুষ্ঠুভাবে ঘটা একদমই বিরল, এই কারণে সুপারফেটেশনের মাত্র কয়েকটি ঘটনা মেডিকেল হিস্ট্রিতে পাওয়া যায়।

এখন পর্যন্ত পাওয়া বেশিরভাগ সুপারফেটেশনের ক্ষেত্রে একটা কমন জিনিস ছিলো- In Vitro Fertilization. এই ট্রিটমেন্টের সময় নিষিক্ত ভ্রূণ একজন মহিলার জরায়ুতে স্থানান্তরিত হয়। সুপারফেটেশন ঘটতে পারে যদি মহিলারও আলাদা ডিম্বস্ফোটন হয় এবং ভ্রূণ তার জরায়ুতে স্থানান্তরিত হওয়ার কয়েক সপ্তাহ পরে সেই ডিম্বাণু শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়।

২০০৫ সালে IVF এর মাধ্যমে এক মহিলা গর্ভবতী হন (জমজ ভ্রূণ)। পাঁচ মাস পর চেক-আপ এ ট্রিপ্লেট দেখা যায়। তৃতীয় ভ্রূণ আগের দুটোর তুলনায় সাইজেও অনেক ছোট ছিল। 

একদম প্রথমে উল্লেখিত ঘটনায় কিন্তু উইনহোল্ড কোনো fertility treatment এর মধ্যে দিয়ে যাননি। এরকম ঘটনা আরও বিরল।

সুপারফেটেশনের ক্ষেত্রে সন্তানদেরকে জমজ হিসেবেই ধরা হয়। কারণ অনেক ক্ষেত্রেই তারা একই দিনে একই সময় জন্মগ্রহণ করে। তবে এক্ষেত্রে প্রিম্যাচ্যুর বার্থ এর কারণে বাচ্চার অনেক সমস্যা দেখা যায় (যেমন- শ্বাস নিতে সমস্যা, ওজন কম, ব্রেইন হ্যামারেজ ইত্যাদি)।

No comments

Featured Post

The Future Space Tourism - 2050

 In the next three decades, human beings will enter the realm of space like never before. This is partly due to the way that public interest...

Popular Post

Powered by Blogger.