মেসিকে কেন GOAT (ছাগল) বলা হয়?
মেসির সঙ্গে ছাগলের ইমোজি ব্যবহারে শুরুতেই অনেকে টাস্কি খেতে শুরু করেছে। কেন, এমন একজন গ্রেটেস্ট ফুটবলারের নামের পাশে ছাগলের ইমোজি ব্যবহার করা হচ্ছে? ব্যবহারকারীরা কখনও শুদ্ধ ইংরেজিতে, কখনও আধাভাঙা ইংরেজিতে কিংবা কখনো নিজস্ব ভাষায় মেসিকে প্রশংসাবানে ভাসিয়ে দিচ্ছেন।
মাদ্রিদভিত্তিক জনপ্রিয় ক্রীড়া দৈনিক মার্কা খুঁজে বের করেছে মেসির সঙ্গে ব্যবহার করা এই ছাগলের ইমোজির গুড় রহস্য। ছাগলের ইংরেজি হচ্ছে GOAT। এই GOAT শব্দটা তৈরি করা হয়েছে মূলতঃ বেশ কয়েকটা শব্দের আধ্যক্ষর নিয়ে। মেসির শ্রেষ্ঠত্ব বোঝাতেই এই শব্দটা এবং ছাগলের ইমোজি ব্যবহার করা হচ্ছে। GOAT মানে হলো, Greatest Of All Time। অর্থ্যাৎ, সর্বকালের সেরা। টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস কিংবা অ্যাথলেটিক্সের উসাইন বোল্ট যেমন নিজেদের কীর্তি দিয়ে চির মহিয়ান হয়ে উঠেছেন, মেসিও তেমনি।
No comments